Headlines
Loading...
লক্ষ্মীপুজোর নিমন্ত্রণ সেরে বাড়ি ফেরার পথে পালসিটে পথ দুর্ঘটনায় মৃত্যু ৩ বন্ধুর।

লক্ষ্মীপুজোর নিমন্ত্রণ সেরে বাড়ি ফেরার পথে পালসিটে পথ দুর্ঘটনায় মৃত্যু ৩ বন্ধুর।

ফোকাস বেঙ্গল ডেস্ক,মেমরি:বৃহস্পতিবার লক্ষ্মীপুজোর রাতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিন বন্ধুর। ঘটনাটি ঘটেছে রাত ১০টা নাগাদ মেমারী থানার পালসিটের কাছে ২নং জাতীয় সড়কে। মৃতদের নাম অরূপ মালিক (১৭), নীল অধিকারী (১৬) এবং রবিজিত মালিক (২১)। মৃত অরূপের বাড়ি খণ্ডঘোষের চণ্ডীপুর গ্রামে। সে খন্ডঘোষের শশঙ্গা হাইস্কুলের একাদশ শ্রেণীর ছাত্র ছিল।
অরুপের আত্মীয় মাধব মালিক জানিয়েছেন,নবমীর দিন অরূপ মামার বাড়িতে গিয়েছিলো। পড়াশোনার পাশাপাশি অরূপ খুব ভাল ফুটবল খেলত। দুর্ঘটনার সময় গাড়ি চালাচ্ছিল রবিজিত মালিক। অন্যদিকে মৃত নীল ও রবিজিতের বাড়ি মেমারীর উলোড়া গ্রামে। নীল অধিকারী রাজমিস্ত্রির কাজ করত বাইরে। গত বিশ্বকর্মা পুজোর সময় বাড়ি ফিরেছিল। মৃত নীল অধিকারীর আত্মীয় রাজু অধিকারী এদিন জানিয়েছেন, বৃহস্পতিবার লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অরূপ মালিক তার মামার বাড়ি উলোড়া গ্রামে আসে। এরপর নীল এবং রবিজিতকে সঙ্গে নিয়ে রবিজিতের দিদির বাড়ি মেমারীর খাঁড়গ্রামে লক্ষ্মীপুজো উপলক্ষে নিমন্ত্রণ রক্ষা করতে যায়। রাত্রে তিন জনেই খাওয়া দাওয়া করে খাঁড়গ্রাম থেকে একটি মোটরবাইকে বাড়ি ফেরার পথে ২নং জাতীয় সড়কে পালসিট মোড়ে উঠতেই পিছন থেকে একটি লরী তাদের ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় রবিজিত মালিকের। আশঙ্কাজনক অবস্থায় তিন জনকেই বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর রাত্রি প্রায় সাড়ে এগারোটায় মৃত্যু হয় অরূপ মালিক ও নীল অধিকারীর।
অন্যদিকে, পুলিশ জানিয়েছে নীল মোটর বাইকে ছিল না। লরীটি প্রথম মোটরবাইকে ধাক্কা মারার পর রাস্তার পাশে থাকা নীলকে ধাক্কা মারে। পুলিশ লরীটিকে আটক করলেও পলাতক লরীর চালক ও খালাসি। লরীটি বর্ধমানের দিক থেকে কলকাতার দিকে যাচ্ছিল।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});