Headlines
Loading...
দলীয় নির্দেশ মেনে  ইস্তফা দিলেন পাঁশকুড়া পুরসভার চেয়ারম্যান  অনিসুর রহমান

দলীয় নির্দেশ মেনে ইস্তফা দিলেন পাঁশকুড়া পুরসভার চেয়ারম্যান অনিসুর রহমান

ফোকাস বেঙ্গল ডেস্ক,পাঁশকুড়া: শেষমেষ পাঁশকুড়া পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন তৃণমূলে বহিষ্কৃত নেতা অনিসুর রহমান। সম্প্রতি পাঁশকুড়া পুরসভার মোট ১৮ টি আসনের মধ্যে ১৭ টি আসনে জয়লাভ করে বোর্ড দখল করে তৃণমূল কংগ্রেস। এর পর গত সেপ্টম্বর মাসের ৬ তারিখে পাঁশকুড়া পৌরসভার চেয়ারম্যান নির্বাচনকে ঘিরে তৃণমূলের জেলা নেতৃত্বের হুইপকে অগ্রাহ্য করার অভিযোগ ওঠে  পাঁশকুড়া পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার আনিসুরে রহমানের বিরুদ্ধে। উল্লেখ্য,দলের নির্দেশ অমান্য করে তিনি জোর করে চেয়ারম্যান পদে বসেছেন বলে অভিযোগ ওঠে দলের পক্ষ থেকে। আর সেই ঘটনার পর কলকাতায় পার্থ চ্যাটার্জী সাংবাদিক বৈঠক করে আনিসুরকে তৃণমূল দল থেকে ৬ বছরের জন্য বহিষ্কারের কথা ঘোষণা করেন। কিন্তু সেই সিদ্ধান্ত মানতে নারাজ ছিল আনিসুর। দলের নির্দেশ না মেনেই চেয়ারম্যান পদে আসিন হন অনিসুর রহমন। বহিষ্কার  করা হলেও দলীয় প্রতীক নিয়েই পাঁশকুড়ায় সভা করে দলের নেতা ও মন্ত্রীদের নাম না করে কড়া ভাষায় হুশিয়ারিও  দিয়েছিলো আনিসুর। চেয়ারম্যান পদে আসীন হওয়ার পর পাঁশকুড়া পুরসভার চেয়ারম্যান  আনিসুর রহমান জানিয়েছিলেন, দলের পক্ষ থেকে তাকে বহিষ্কারের কোন চিঠি দেওয়া হয়নি। দলের নেত্রী যদি তাকে বলেন তাহলে তিনি ইস্তফা দিতে রাজি। 
তাহলে কি মুখ্যমন্ত্রীর নির্দেশেই এক মাসের  মাথায় ইস্তফা দিলেন আনিসুর? না কি ইস্তফার পেছনে অন্য কোন রাজনৈতিক কারন উকি মারছে। এই নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে ।
তবে আনিসুর বাবু জানিয়েছেন দল নির্দেশ দিয়েছেন, নেত্রী নির্দেশ দিয়েছেন তাই পদত্যাগ করলাম। তৃণমূল ছিলাম, তৃণমূল আছি,আর তৃণমূলের পতাকা নিয়েই সারা জীবন আন্দোলন করে যাব। 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});