Headlines
Loading...
ফসলের দাম নেই, এবছর কালনার ধর্মডাঙার লক্ষী পুজোর বাজেটে কাটছাট।প্রতিমার উচ্চতাও অর্ধেক।

ফসলের দাম নেই, এবছর কালনার ধর্মডাঙার লক্ষী পুজোর বাজেটে কাটছাট।প্রতিমার উচ্চতাও অর্ধেক।

পল্লব ঘোষ,কালনা:ফসলের নায্য দাম না পাওয়ায়  কালনার ধর্ম ডাঙ্গা গ্রামে এ বছর লক্ষ্মী পুজোর বাজেটে টান। এই এলাকায় ৩৯ বছর ধরে পুজোর আয়োজন করেন স্থানীয় ব্যাবসায়ী মানুষেরা। প্রতি বছর এই এলাকার লক্ষ্মী প্রতিমার বৈশিষ্ট্য ছিলো বছরে বছরে ঠাকুরের দৈর্ঘ্য বাড়িয়ে চলা। কিন্তু এবছর সেই রীতির ব্যাতিক্রমের ঘটনা ঘটলো।পুজোর উদ্যোক্তারা বলেন, এই গ্রামে দূর্গা পুজো হয়না। পাঁচ দিন ধরে চলে লক্ষ্মীর আরাধনা। বাচ্চা থেকে বড়ো সকলের নতুন পোশাক হয় এই লক্ষী পুজোর সময়ই। পুজো উপলক্ষ্যে আত্মীয়স্বজনরা আসেন এই একসাথে পরিবারের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে।কিন্তু এবছর পাট, আলু, সব্জীর সঠিক দাম না পাওয়ায় আমরা পুজো ছোট করতে বাধ্য হয়েছি ।
ধর্ম ডাঙ্গা পল্লিশ্রী সংঘের সম্পাদক সুরজিত দাস বলেন, এবছর এলাকার চাষি মানুষের হাতে টাকা না থাকায় পুজোর আয়োজনেও আমরা কাট ছাট করতে বাধ্য হয়েছি । প্রতিমাও এবার ১৭ ফুটের করা হয়েছে ।যেখানে আগের বছরও মূর্তির উচ্চতা ছিল ৩৪ফুট ,এবার অর্ধেক করে দেওয়া হয়েছে। তবে পুজোর আয়োজনে কোনো খামতি রাখা হচ্ছে না। 
                                                                                                              ছবি - শুভদীপ চ্যাটার্জী 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});