
পল্লব ঘোষ,কালনা:কালনা থানার সাতগাছিয়া পঞ্চায়েতের রামকৃষ্ণপল্লীর বাসিন্দা যুবক প্রসেনজিৎ মণ্ডলের অস্বাভাবিক মৃত্যুর প্রতিবাদে এবং দোষী ব্যাক্তিদের কঠোর শাস্তির দাবিতে বৃহস্পতিবার কালনা শহরে মোমবাতি মিছিলে সামিল হলো অগুনিত সাধারণ মানুষ।উল্লেখ্য,প্রসেনজিতের প্রেমিকা পাশের কল্যানপুর পঞ্চায়েতের আশ্রমপাড়ার বাসিন্দা কলেজ পড়ুয়া স্মিতা বালা ও তার পরিবারের লোকেরা গত সোমবার বাড়িতে ডেকে নিয়ে গিয়ে তাকে খুন করেছে বলে অভিযোগ করেন মৃতের পরিবার। এরপর পুলিশ তদন্তে নেমে প্রেমিকা স্মিতা বলা সহ তার বাবা খোকন বলা ও মা সবিতা বালাকে মঙ্গলবার গ্রেফতার করে বুধবার কালনা মহকুমা আদালতে পেশ করে। বিচারক স্মিতা ও তার মাকে ১৪ দিনের জেল হেফাজত ও বাবাকে ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়।
