ফোকাস বেঙ্গল ডেস্ক,খড়্গপুর:অনুষ্ঠান সেরে ফেরার পথে খড়গপুরে জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ে মৃত ২ আহত ৫।ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানার বারো মাইলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে আজ সকাল সাড়ে ছটা নাগাদ ডেবরা টোল প্লাজা ছাড়িয়ে বারো মইলে ৬ নং জাতীয় সড়কের ওপর দাঁড়িয়ে থাকা একটি ট্রেলারকে ধাক্কা মারে এক মারুতি ভ্যান। জানা গেছে পূর্ব মেদিনীপুর এর ময়না থেকে কোনো অনুষ্ঠান সেরে ফিরছিল একটি গাড়িতে ৭ জন। গাড়ী বেশ ভালো গতিতে টোল প্লাজা ক্রশ করে বলেও প্রত্যক্ষদর্শীদের মত। তাছাড়া রাস্তায় ঘন কুয়াশা থাকায় জাতীয় সড়কের ওপর দাঁড়িয়ে থাকা ট্রেলারকে দেখতে পায়নি মারুতির চালক। সরাসরি ধাক্কা মারে ট্রেলারের পিছনে। এরপরই চারিদিক খানিকের জন্য নিস্তব্ধ হয়ে যায়। রাস্তা ফাঁকা থাকায় প্রথমে তা নজরে আসেনি। কিন্তু পরে পথ চলতি মানুষরা দেখেন যে এরকম এক দুর্ঘটনা ঘটেছে। গাড়ীর ভেতর থেকে ৭ জনকে টেনে হিচড়ে বের করে ন্যাশনাল হাইওয়ে পেট্রোলের গাড়ি করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ১ জন ঘটনাস্থানে মারা যায়। হাসপাতাল আনতে আনতে অপর একজন মারা যায়।
মৃতদেহ দুটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়। আহতদের মেদিনীপুর মেডিকেলে চিকিৎসা চলছে। দুর্ঘটনার জেরে কিছুক্ষন স্থগিত হয় যান চলাচল। পরে খড়গপুর লোকাল থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। স্থানীয়দের অনুমান মারুতির চালক ও বাকি ৬ যাত্রী মদ্যপ ছিল। পুলিশ তদন্ত করছে।

