Headlines
Loading...
বর্ধমানে বিজেপির বিরুদ্ধে তৃণমূলের ধিক্কার মিছিল ও সমাবেশ।

বর্ধমানে বিজেপির বিরুদ্ধে তৃণমূলের ধিক্কার মিছিল ও সমাবেশ।

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান:রাজ্যে প্রধান বিরোধী দল বিজেপি র বিরুদ্ধে শান্ত বাংলাকে অশান্ত করার অপচেষ্টা, আইন শৃঙ্খলার অবনতি ঘটানোর অপচেষ্টা ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে কুৎসা ও অপপ্রচার রটানোর প্রতিবাদে এবং রাজ্যে সাম্প্রদায়িকতার বিষ ছড়ানোর প্রতিবাদে শনিবার পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস,যুব তৃণমূল কংগ্রেস ও সকল শাখা সংগঠনের উদ্যোগে বর্ধমানের কার্জন গেট চত্বরে এক বিশাল ধিক্কার সমাবেশের আয়োজন করা হলো।
এই সমাবেশ স্থলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতুল দাহ করা হয়।
উপস্থিত ছিলেন জেলার দলীয় নেতৃবৃন্দ ও কর্মীরা।
পাশাপাশি পূর্ব বর্ধমানের রায়ান - ১পঞ্চায়েতের মালিরবাগান এলাকাতেও এদিন ধিক্কার মিছিলে পা মেলান বর্ধমান ১ ব্লক তৃণমূলের অসংখ্য কর্মী ও নেতৃবৃন্দ। এখানেও প্রধানমন্ত্রীর কুশপুতুল দাহ করা হয়।

                                        ছবি - সুরজ প্রসাদ 

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});