ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে মুখ্যমন্ত্রীর খেলাশ্রী প্রকল্পে গোটা রাজ্য জুড়ে ফুটবল প্রদান কর্মসূচীর সঙ্গে শনিবার সকালে বর্ধমানেও বর্ণাঢ্য পদযাত্রায় পা মেলালেন জেলা প্রশাসনের কর্তাব্যক্তিরা।
জেলা প্রশাসনের পক্ষ থেকে এদিন সকালে বর্ধমানের স্পন্দন কমপ্লেক্সের মাঠ থেকে পদযাত্রা করে একটি মিছিল সংগঠিত করা হয়।পদযাত্রা শেষ হয় বংশগোপাল টাউনহলে।
উল্লেখ্য এই প্রথম দেশের মাটিতে বিশ্ব ফুটবলের আসর বসেছে। তারই প্রাক্কালে মুখ্যমন্ত্রী খেলাশ্রী প্রকল্পে ফুটবলকে রাজ্যে জনপ্রিয় করতে প্রতিটি জেলায় জেলায় বিভিন্ন ক্লাব ও সংস্থাকে ফুটবল প্রদান কর্মসূচির আওতায় নিয়ে এসেছেন।
এদিন এই পদযাত্রায় পা মেলান পূর্ব বর্ধমান জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব, পুলিশ সুপার কুণাল আগরওয়াল ,পৌরসভার কাউন্সিলার,ক্রীড়া সংস্থার প্রতিনিধি, খেলোয়াড় ও স্কুল পড়ুয়ারাও।
ছবি - সুরজ প্রসাদ


