Headlines
Loading...
বর্ধমান রেল স্টেশনের মহিলা সহায়তা কেন্দ্র এখন সকলের বসার জায়গা।

বর্ধমান রেল স্টেশনের মহিলা সহায়তা কেন্দ্র এখন সকলের বসার জায়গা।

ফোকাস বেঙ্গল নিউজ ডেস্ক:মহিলা যাত্রীদের সহায়তার জন্য তৈরী করা হয়েছিল মহিলা সহায়তা কেন্দ্র। বাস্তবে সরকারি ভাবে সেই উদ্দেশ্য গত প্রায় দু বছরে  পূরণ না হলেও বর্ধমান রেল স্টেশনের ২ নম্বর প্লাটফর্মের এই মহিলা হেল্প ডেস্ক কিন্তু পুরুষ,মহিলা সবার জন্য পরোক্ষ ভাবে কাজে লাগছে। 
যদিও এই হেল্প ডেস্ক চালু না হওয়ার জন্য যাত্রীদের তেমন কোনো হেলদোল নেই। বরং ভিড়ের সময় বসার জায়গা হিসেবে যে এই সহায়তা কেন্দ্রের ঘরটি তাদের বসার জায়গা হিসাবে কাজে লাগে এতে অনেকেই খুশি। যাত্রীদের অনেকেই জানিয়েছেন,কি কারণে এই হেল্প ডেস্ক তৈরী করার পরও অব্যাবহৃত অবস্থায় পরে আছে তা তাদের জানা নেই। তবে ভিড়ের সময় কিছু বয়স্ক মহিলা পুরুষ এই জায়গাটিকে বসার জায়গা হিসাবে কাজে লাগাতে পারে এটাও তো এক ধরণের সহায়তা। 
বর্ধমান স্টেশনের জিআরপি থানা সূত্রে খবর, মূলত কর্মীর অভাবে এই মহিলা সহায়তা কেন্দ্রটি চালু করা যায়নি। এব্যাপারে উর্ধতন কতৃপক্ষকে জানানোও হয়েছে। অন্যদিকে নিত্যযাত্রীদের একাংশের মত, বর্ধমানের মতো একটা গুরুত্বপূর্ণ স্টেশনে এই ভাবে তৈরী হবার পরও মহিলা সহায়তা কেন্দ্র অচল অবস্থায় পরে থাকাটা কতৃপক্ষের চূড়ান্ত গাফিলতিরই প্রমান। 
                                                                                                                   ছবি - সুরজ প্রসাদ 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});