Headlines
Loading...
দেশ জুড়ে পেট্রোল পাম্পগুলির প্রস্তাবিত ধর্মঘট উঠে গেলো।

দেশ জুড়ে পেট্রোল পাম্পগুলির প্রস্তাবিত ধর্মঘট উঠে গেলো।

ফোকাস বেঙ্গল নিউজ ডেস্কঃ শুক্রবারের 
প্রস্তাবিত পাম্প ধর্মঘট তুলে নিলেন পেট্রোল পাম্প মালিকরা। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির তরফে চুক্তি বাতিল সহ কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিতেই ধর্মঘট তুলে নেওয়া হয়েছে বলে বুধবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তাঁরা
বিভিন্ন দাবিতে শুক্রবার ১৩ অক্টোবর দেশের ৫৪ হাজার পাম্প ২৪ ঘণ্টার জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল পাম্প মালিকদের বিভিন্ন সংগঠন। 
অল ইন্ডিয়া পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অজয় বনশাল জানিয়েছেন, রাষ্ট্রয়ত্ত তিন তেল সংস্থার তরফে ধর্মঘটে না যেতে আবেদন করা হয়েছিল। সেই প্রেক্ষিতেই ধর্মঘট তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য,সম্প্রতি মার্কেটিং ডিসিপ্লিন গাইডলাইন চালু করা হয়েছে। যার মধ্যে কর্মীদের ন্যুনতম মজুরি না দিলে কড়া ব্যবস্থা নেওয়ার কথাও বলা রয়েছে। এরই বিরোধিতা করেছিলেন পাম্প মালিকরা।
ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের চেয়ারম্যান মঙ্গলবার, পাম্প মালিকদের ডাকা এই ধর্মঘটকে সম্পূর্ণ অযৌক্তিক বলেছিলেন। তাঁর দাবি ছিল, কয়েক সপ্তাহ আগেই ডিলার কমিশন বাড়ানো সহ পাম্প মালিকদের অনেক দাবিই মেনে নেওয়া হয়েছিল।৬মাস অন্তর দাবি দাওয়া নিয়ে অচলঅবস্থা সৃষ্টি করা যায় না। প্রতি বছর এই বিষয়ে পর্যালোচনা হবে। 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});