Headlines
Loading...
কালনায় প্রেমিক খুনের অভিযোগে প্রেমিকা সহ তার বাবা,মাকে আদালতে পেশ করলো পুলিশ।

কালনায় প্রেমিক খুনের অভিযোগে প্রেমিকা সহ তার বাবা,মাকে আদালতে পেশ করলো পুলিশ।

ফোকাস বেঙ্গল ডেস্ক,কালনা: সোমবার প্রেমিক প্রসেনজিৎ মণ্ডলকে ফোনে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে খুনের অভিযোগে প্রেমিকা সহ তার বাবা ও মাকে বুধবার কালনা আদালতে পেশ করলো পুলিশ।
ধৃতরা হলেন প্রেমিকা স্মিতা বালা, বাবা খোকন বালা ও মা সবিতা বালা। বিচারক প্রেমিকা ও তার মাকে ১৪ দিনের জেল হেফাজত ও বাবা খোকন বালাকে ৫দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।
উল্লেখ্য,মৃতের বাবার অভিযোগের ভিত্তেতে পুলিশ তদন্তে নেমে মঙ্গলবার দুপুরেই প্রেমিকা স্মিতা বালা সহ তার বাবা খোকন বালা, মা সবিতা বালাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে, পরে গ্রেপ্তার করে।
                      
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});