ফোকাস বেঙ্গল ডেস্ক,মাধবডিহি :পূর্ব বর্ধমানের রায়নার মাধবডিহি থানার নন্দনপুরে বুধবার নয়নজুলি থেকে উদ্ধার হওয়া বস্তাবন্দি অজ্ঞাতপরিচয় মৃতদেহের পরিচয় জানা গেলো আজ। পুলিশ জানিয়েছে মৃতের নাম খোকন মাঝি।বাড়ি হগলি জেলার গোঘাট থানার কুমারগঞ্জ এলাকায়। গত সপ্তমীর দিন থেকে নিখোঁজ ছিল খোকন মাঝি। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে গোঘাট থানায় মিসিং ডাইরি করা হয়েছিল বলে মৃতের বাবা অজয় মাঝি জানিয়েছেন।
পাঁচ দিন নিখোঁজ থাকার পর এই ভাবে বস্তাবন্দি অবস্থায় খোকন মাঝির দেহ উদ্ধারের পর বাবা অজয় মাঝি সরাসরি খোকনের স্ত্রী তাপসী ও তার প্রেমিক বাপ্পাদিত্য পান এবং তাপসীর মায়ের বিরুদ্ধে ছেলেকে খুনের অভিযোগ এনেছেন।
মাধবডিহি থানার পুলিশ অভিযুক্ত তিনজনকেই প্রথমে আটক ও পরে গ্রেফতার করেছে।
মৃতের বাবা অজয় মাঝির অভিযোগ, তাঁর বৌমা তাপসীর সঙ্গে বাপ্পাদিত্য পান নামে এক যুবকের অবৈধ সম্পর্ক ছিল।এই অবৈধ সম্পর্কের কথা খোকন জেনে গিয়েছিলো বলে প্রায়ই স্ত্রীর সঙ্গে বচসা,কথা কাটাকাটি লেগেই থাকতো। সপ্তমীর দিনও দুজনের মধ্যে তুমুল ঝগড়া হয়। আর এর পর থেকেই খোকনকে খুঁজে পাওয়া যায়নি।
অজয় বাবুর অভিযোগ বৌমা তাপসী এবং প্রেমিক বাপ্পাদিত্য পান পরিকল্পনা করেই খোকন কে খুন করেছে। আর এই কাজে মদত দিয়েছে তাপসীর মা।
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর সংবাদ মাধ্যম ও পুলিশ মারফত খবর পেয়ে গতকাল রাতে মাধবডিহি থানায় আসেন মৃতের বাবা অজয় মাঝি ও কাকা কালো মাঝি। বস্তার ভিতর থেকে দেহ বের করার পর মৃতের ডানহাতে উল্কি করে লেখা তাপসী নাম দেখে ছেলেকে শনাক্ত করেন বাবা।


