Headlines
Loading...
বর্ধমান স্টেশন কতৃপক্ষ ও সদর থানার টানাপোড়েনে রাত থেকে পরে মৃতদেহ।

বর্ধমান স্টেশন কতৃপক্ষ ও সদর থানার টানাপোড়েনে রাত থেকে পরে মৃতদেহ।

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান:বর্ধমান রেল স্টেশনের বাইরে গত কাল রাত থেকে মৃত অবস্থায় এক অজ্ঞাত পরিচয় ব্যাক্তি পরে থাকলেও রেল কতৃপক্ষ কিংবা বর্ধমান সদর থানা কেউই ওই ব্যাক্তিকে উদ্ধার করার কোনো উদ্যোগ গ্রহণ করলো না। যদিও স্টেশন এর বাইরের  ব্যাবসায়ী, রিকশা চালক কিংবা খবরের কাগজ বিক্রেতা সকলেই  জানিয়েছেন,বৃহস্পতিবার সকালে স্টেশন ম্যানেজারকে বিষয়টি জানানো হয়েছে। অন্যদিকে স্টেশন ম্যানেজার স্বপন অধিকারী বলেন,এই ধরণের কোনো ঘটনার কথা তাঁর জানা নেই। তিনি এও বলেন যে জায়গায় ঘটনাটির কথা বলা হচ্ছে সেটি বর্ধমান সদর থানার এলাকাভুক্ত। বর্ধমান সদর থানায় ফোন করা হলে তারাও এই ধরণের ঘটনার কোনো ইনফরমেশন পায়নি বলে জানিয়েছে। 
স্থানীয় প্রত্যক্ষদর্শীদের অনেকে জানান,বর্ধমান সদর থানাতেও খবর দেওয়া হয়েছিল। কিন্তু বেলা সাড়ে এগারোটা পর্যন্ত কোনো পক্ষই ওই মৃত ব্যাক্তিকে উদ্ধার করার কোনো উদ্যোগ নেয়নি।
স্বাভাবিকভাবেই স্টেশনে যাতায়াতকারী মানুষজন প্রশাসনের এই উদাসীনতাকে রীতিমতো অমানবিক বলেই আখ্যা দিচ্ছেন। 
                                                                                                                              ছবি - সুরজ প্রসাদ  
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});