পল্লব ঘোষ,কালনা:পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী থানার কুকসিমলা গ্রামে অভিযানের নামে পুলিশের বিরুদ্ধে অতিস্ক্রিয়তার অভিযোগ করছেন গ্রামের মানুষ।অভিযোগ বুধবার রাতে পূর্বস্থলীর পুলিশকে সঙ্গে নিয়ে অভিযানে যায় রাজস্থানের পুলিশ। গ্রামবাসীদের অভিযোগ পুলিশ দলটি কুকসিমলার নম পাড়ায় অধিকারী বাড়িতে রাতের অন্ধকারে গিয়ে আক্রমণ চালায়। বাঁধা দিতে গিয়ে মহিলারাও পুলিশের কাছে চরম হেনস্তা হয়। এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা বাঁধা দিতে গেলে তাদেরকেও মারধোর করা হয় । পুলিশ ওই রাতেই অধিকারী পরিবারের লোক সহ সাত আট জনকে পূর্বস্থলী থানায় ধরে নিয়ে আসে । এলাকার মানুষের বক্তব্য, গ্রামের ছেলে সুকান্ত অধিকারী মাস দুয়েক আগে রাজস্থানের বন্দনা নামের একটি মেয়েকে তার বাড়ির লোকের অমতে বিয়ে করে নিয়ে আসে। এর পর মেয়ের পরিবারের লোকেরা মেয়েকে ফিরিয়ে নিয়ে যেতে আসে।মেয়েটি সেই সময় কালনা মহকুমা আদালতে গোপন জবানবন্দিতে জানিয়ে দেয় তার পছন্দের ছেলের সাথেই সে সংসার করবে । বাড়ি সে ফিরে যাবেনা । হঠাৎই মেয়ের বাবা পুলিশ পাঠিয়ে এই অত্যাচার চালালো। গ্রামের বহু মানুষ এখন ভয়ে ঘর ছেরে পালিয়েছে । গ্রাম এখন প্রায় পুরুষশূন্য ।
যদিও পূর্বস্থলী থানার পুলিশ এই ঘটনার কথা অস্বীকার করেছে। কালনা এসডিপিও প্রিয়ব্রত রায় বলেন, রাজস্তান থেকে এক তরুণীকে অপহরণ করার অভিযোগ রয়েছে কুকসিমলা গ্রামের এক যুবকের বিরুদ্ধে। বুধবার পূর্বস্থলী থানার পুলিশ কোন অভিযান করেনি। রাজস্থান থেকে আসা পুলিশ কর্মীরাই গিয়েছিল। কাউকে হেনস্থা করা হয়েছে এমন খবর তাঁর জানা নেই।

