ফোকাস বেঙ্গল ডেস্কঃসোমবার পুজোর ছুটির পরে সরকারি দফতরগুলি খুলছে । কিন্তু শুরুতেই বিপত্তি। পুরো দক্ষিণবঙ্গ জুড়েই শুরু হয়েছে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় পরিস্থিতি একই রকম থাকবে। অর্থাৎ এই রকমই বৃষ্টি চলতে থাকবে।
এই সপ্তাহের পুরোটাই মেঘ-বৃষ্টির খেলা চলতে থাকবে বলেই হাওয়া অফিসের পূর্বাভাস।
উত্তর বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপের কারণেই এই বৃষ্টি হচ্ছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে। গতকাল সারাদিন ধরে মাঝারি বৃষ্টি হয়েছে। তবে রাত থেকে অঝোরে বৃষ্টি পড়ছে।
সোমবার পুজোর ছুটি শেষে প্রথম কাজের দিনে তাই সকাল থেকেই নাকাল রাজ্যবাসী।
আবহাওয়া দফতরের খবর কলকাতা সহ বর্ধমান, দুই মেদিনীপুর ও পুরুলিয়া জেলাতেও সারাদিন বৃষ্টি চলবে।
দুপুরবেলায় নতুন করে আবহাওয়ার আপডেট পাওয়া যাবে বলে হাওয়া অফিস থেকে জানানো হয়েছে।

