উল্লেখ্য,শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুব্রত মন্ডল বলেন,মমতা ব্যানার্জির ছবি পুড়িয়ে দেবে,মমতা ব্যানার্জির সমন্ধে কুৎসা বলবে - বীরভূম জেলার মানুষ,পশ্চিমবাংলার মানুষ তা বরদাস্ত করবে না। তিনি বলেন,আগে বলেছিলাম ঢাক বাজাতে চরাম চরাম করে,কিন্তু দেখা গেলো এখন জয় ঢাকের দরকার।তার জন্য বড়ো ডান্ডা চাই,আরো বড়ো বাতা চাই। একদম পা থেকে মাথা পর্যন্ত জয় ঢাক বাজাতে হবে। দড়াম দড়াম আওয়াজ হবে। সেই আওয়াজ শুনে এলাকার মানুষ বুঝতে পারবে জয় ঢাক বাজলো।
এদিন সাংবাদিকদের অন্য এক প্রশ্নের উত্তরে অনুব্রত বাবু বলেন,যারা ভাষা বোঝে না তাদের যে ভাষায় বোঝানোর দরকার সেই ভাসতেই কথা বলতে হবে।
এদিকে তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতির এই ধরণের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপির জেলা নেতৃত্ব।

