ফোকাস বেঙ্গল ডেস্ক,বাঁকুড়া: পশ্চিমবঙ্গকে ভাগ করে দেওয়ার চক্রান্ত ও রাজ্যে অশান্তি সৃষ্টির ষড়যন্ত্রের অভিযোগ তুলে শনিবার বাঁকুড়া জেলা তৃণমূল প্রতিবাদ মিছিল ও সমাবেশ সংগঠিত করলো। তৃণমূল নেতৃবৃন্দ এদিন অভিযোগ করে বক্তব্য রাখেন রাজ্যে অশান্তি ও হিংসার পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। উন্নয়নের কাজে বাধা দেওয়া হচ্ছে। বিজেপির এই সব অপচেষ্টার বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়াতে হবে। নিজেরা হিংসা ও বিচ্ছিন্নতাবাদে একদিকে মদত দিচ্ছে অন্যদিকে রাস্তা অবরোধ করে জনগনের কাছে নাটক করা হচ্ছে। রাস্তা অবরোধ করা বেআইনী। এতে সাধারন মানুষ অসুবিধায় পড়েন ও উন্নয়নের কাজ ব্যাহত হয়। আইনভেঙ্গে রাস্তা অবরোধের বিরুদ্ধেও প্রতিবাদ গড়ে তোলা দরকার। শনিবার জেলা তৃনমূলের পক্ষ থেকে বাঁকুড়া শহরে দুটি বিশাল পদযাত্রা ও মাচানতলায় পথসভা করে বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়।
শনিবর দুপুর সাড়ে ১২ টা নাগাদ বাঁকুড়া জেলাপরিষদ অডিটোরিয়াম থেকে জেলাপরিষদ সভাধিপতি তথা দলের কার্যকরি জেলা সভাপতি অরূপ চক্রবর্তীর নেতৃত্বে ও লালবাজার হিন্দুস্কুল মাঠ থেকে দলের জেলা সভাপতি তথা ওন্দার বিধায়ক অরূপ খাঁয়ের নেতৃত্বে দুটি বিশাল প্রতিবাদ মিছিল বের করা হয়। এই দুটি প্রতিবাদ পদযাত্রা শহর পরিক্রমা করে মাচানতলায় এসে মিলিত হয়।সেখানে প্রতিবাদ সভা করা ও পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল পোড়ানো হয়।

