ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন বর্ধমান শহরের টিকরহাটের বাসিন্দা পেশায় ইঞ্জিনিয়ার সেখ সাবির আলি (৩০)। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে। গত ৬মাস আগে বীরভূমের বক্রেশ্বরের নিজের পছদের মেয়ের সঙ্গে বিয়ের রেজিস্ট্রি করেছিলেন মুর্শিদাবাদের সাগরদিঘী থার্মাল পাওয়ার ষ্টেশনের এই ইঞ্জিনিয়ার। গত সোমবার ছুটিতে বাড়ি আসার পর বুধবার এই ঘটনা ঘটায় পরিবারের সকলে শোকস্তব্ধ।
মৃতের ভাই সেখ আমিনুর জানিয়েছেন, প্রায় ৪ বছর ধরে সাবির আলি সাগরদিঘীতে কর্মরত রয়েছেন। প্রায় ৬ মাস আগে বীরভূমের বক্রেশ্বরের গোপালপুর এলাকার এক মহিলার সঙ্গে তার রেজিষ্ট্রি বিয়েও হয়। গত সোমবার ছুটিতে বাড়ি আসেন সাবির আলি। বুধবার সকালে মেমারীতে দিদির বাড়িও যাবার কথা ছিল তাঁর। কিন্তু বুধবার সকালে সাবির আলির মা ঘর পরিষ্কার করার জন্য ডাকাডাকি করেও কোনো সাড়া না পাওয়ায় দোতলায় তাঁর ঘরের দরজায় ধাক্কা দেন। দরজা ভেতর থেকে সূতো দিয়ে বাঁধা ছিল। দরজা খুলে যেতেই তিনি সাবির আলির ঝুলন্ত দেহ দেখতে পান। সিলিং ফ্যানের সাথে গলায় নতুন নাইলন দড়ির ফাঁসে আত্মঘাতি হন তিনি। তার ঘর থেকে একটি সুইসাইডাল নোটও পুলিশ উদ্ধার করেছে। তাতে তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় বলে তিনি লিখে গেছেন। তবে কি কারণে এই আত্মহত্যা সে সম্পর্কে পরিবারের লোকজন কিছু বলতে পারেননি।

