ফোকাস বেঙ্গল নিউজ ডেস্কঃ অনুর্দ্ধ ১৭ ফুটবল বিশ্বকাপ চলাকালীন রাজ্যজুড়ে ফুটবল প্রদান অনুষ্ঠান করা হবে বলে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন। পুর্ব বর্ধমান জেলাতেও সেই নির্দেশ কার্যকর করার জন্য জেলা পুলিশের তরফ থেকে উদ্যোগ নেওয়া হয়। আগামীকাল শনিবার থেকে জেলা পুলিশের সহযোগিতায় সেই ফুটবল প্রদান অনুষ্ঠান শুরু হচ্ছে।
জেলা পুলিশের পক্ষ থেকে মাত্র একদিন আগে তিনদিন ধরে এই অনুষ্ঠানে আমন্ত্রণের চিঠি পাঠানো হল মৃত সাংবাদিক, সরকারী কর্মী প্রমুখদের নামেও।
অথচ যারা নিয়মিত সাংবাদিকতা করছেন তাদেরই অনেককে সরকারি এই অনুষ্ঠানের আমন্ত্রণ থেকে কার্যত বাদ দিয়ে দেওয়া হল। আমন্ত্রণের তালিকায় জেলার বেশিরভাগ সাংবাদিকের নাম নেই।
অথচ একাধিক ক্যুরিয়র প্রতিষ্ঠানের মাধ্যমে একাধিকবার সাংবাদিকদের আপ টু ডেট তালিকা দেওয়া হয়েছে খোদ পুলিশ বিভাগে। স্বাভাবিকভাবেই জেলার কর্মরত সাংবাদিকদের অনেকের কাছে প্রশ্ন উঠছে এই পদ্ধতি ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত।


