Headlines
Loading...
পঞ্চায়েত নির্বাচনে ১০০ শতাংশ আসনেই প্রার্থী দেবে বিজেপি

পঞ্চায়েত নির্বাচনে ১০০ শতাংশ আসনেই প্রার্থী দেবে বিজেপি

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: হাতে সময় বেশি নেই,তাই নিজেদের ঘর গোছানোর কাজ আরো একধাপ এগিয়ে রাখলো পূর্ব বর্ধমান জেলা বিজেপি। যখন রাজ্যের শাসকদলের নেতা-নেত্রীরা ফুটবল নিয়ে উন্মাদনায় ফুটছেন, সেই সুযোগে সোমবার বিজেপি আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বর্ধমান টাউন হলে কর্মী বৈঠক সেরে ফেলল।এমনকি উল্লেখযোগ্যভাবে এদিন টাউন হলের এই বৈঠকে হাজির ছিলেন বিজেপির ৪১টি মণ্ডল সভাপতি, ২৫০০ বুথের দায়িত্বপ্রাপ্ত নেতা সহ শক্তিকেন্দ্র কমিটির নেতৃত্বরাও।
রাজ্য ও জেলা নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু, রাজ্য পঞ্চায়েত নির্বাচনের প্রমুখ শ্যামাপদ মণ্ডল, বর্ধমান জেলার পঞ্চায়েত নির্বাচনের প্রমুখ নীলমাধব মণ্ডল, জেলা সভাপতি সন্দীপ নন্দী, বর্ধমান জেলার পর্যবেক্ষক অনল বিশ্বাস প্রমুখ।
এদিন বিজেপির জেলা সভাপতি সন্দীপ নন্দী জানান, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে পূর্ব বর্ধমান জেলায় ৮০ শতাংশ আসনেই তারা প্রার্থী দিতে প্রস্তুত। বাকি ২০ শতাংশের প্রার্থীও তারা কিছুদিনের মধ্যেই চুড়ান্ত করে ফেলবেন। ফলে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ১০০ শতাংশ আসনেই তারা প্রার্থী দেবেন। অন্যদিকে, এদিন সায়ন্তন বসু জানান, গ্রামে গ্রামে মানুষ পঞ্চায়েতের স্বজনপোষণ ও দুর্নীতি নিয়ে সমান্তরালভাবে তৃণমূলের নেতা ও গ্রামবাসীদের মধ্যে বিভাজন তৈরী হয়ে গেছে। মানুষ ক্ষোভে ফুঁসছে। এই পঞ্চায়েত নির্বাচনেই মানুষ এই দুর্নীতির জবাব দেবে।
পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের দায়িত্বপ্রাপ্ত নেতা শ্যামাপদ মণ্ডল জানান, গ্রামবাসীদের এই ক্ষোভকেই বিজেপি হাতিয়ার করে পঞ্চায়েতের নির্বাচনী বৈতরণী পার হতে চাইছে। তিনি জানিয়েছেন, এখনও পর্যন্ত জেলাভিত্তিক যে সার্ভে রিপোর্ট তারা পেয়েছেন তাতে এই পঞ্চায়েত নির্বাচনে বহু আসনই বিজেপি দখল করবে।
                                                                                                               ছবি - সুরজ প্রসাদ 

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});