Headlines
Loading...
সোমবার কালনা আদালত চত্বরে গাছের ডাল ভেঙে আহত হলেন এক আইনজীবী সহ বিচারপ্রার্থী।

সোমবার কালনা আদালত চত্বরে গাছের ডাল ভেঙে আহত হলেন এক আইনজীবী সহ বিচারপ্রার্থী।

পল্লব ঘোষ,কালনা:পুজোর ছুটির পর কোর্ট খুলতেই বড় দূর্ঘটনার হাত থেকে বাঁচলেন কালনা কোর্টের এক আইনজীবি সহ এক বিচারপ্রার্থী। সোমবার সকালে কোর্ট চত্বরে আইনজীবি আসরফ হোসেন তার মক্কেল সুরজ আলি সেখের সাথে একটি গাছের তলায় দাঁড়িয়ে কথা বলছিলেন। 
সেই সময় আচমকা একটি গাছের ডাল ভেঙে পড়ে। এই ঘটনার জেরে দুজনেই জখম হন। দুজনেরই মাথায় আঘাত লাগে। আহত দুজনকে আইনজীবিরা উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে যায়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। কালনা কোর্টের আইনজীবি পার্থ সারথি কর বলেন, গতকাল থেকে টানা বৃষ্টি হচ্ছে।শুকনো ডালপালাগুলো জলে ভিজে নরম হয়ে গেছে। অল্পের জন্য এনারা প্রাণে বেঁচে গেছেন। আগামীকাল কালনা কোর্টের আইনজীবিরা ও ল ক্লার্ক এসোসিয়েশনের সদস্যরা মিলে মহকুমা শাসকের কাছে লিখিত আকারে দূর্ঘটনার কথা জানাবেন এবং তার কাছে অনুরোধ করবেন কোর্ট চত্বরে যত গাছ আছে সেগুলির শুকনো ডাল গুলি কাটার ব্যাবস্থা করার।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});