ফোকাস বেঙ্গল ডেস্ক,হলদিয়া: হলদিয়া ভবনের সামনে জাহাজ থেকে পণ্য খালাসের জন্য হুগলী নদীতে একাটি বেসরকারি সংস্থা জেটি নির্মানের কাজ করছে গত দেড় বছর ধরে। সেই জেটি নির্মানের কাজ করার সময় বৃহস্পতিবার সকালে এক কর্মরত শ্রমিক ক্রেনের ধাক্কায় নদীতে পড়ে যায়। নাম সর্বেশ্বর মন্ডল। তার খোঁজে হুগলী নদীতে ৪ টি ট্রলার খোঁজাখুঁজি শুরু করেছে। ঘটনাস্থলে এসেছে হলদিয়া থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ শ্রমিকের বাড়ি মুর্শিদাবাদে। ঘটনার পর থেকে কর্মরত ঠিকা সংস্থার আধিকারিকরা কিছু বলতে চাননি। হলদিয়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।এদিকে এই ঘটনার পর আতঙ্ক ছড়িয়েছে শ্রমিকদের মধ্যে।

