ফোকাসবেঙ্গল ডেস্ক,তমলুক:পূর্ব মেদিনীপুর জেলার তমলুক রাজ্য সড়কে তমলুক হাসপাতাল মোড়ের কাছে মেছেদা গামী একটি লরির ধাক্কায় আহত হলো ঝাড়গ্রাম থেকে মুখ্যমন্ত্রির ডিউটি করে ফেরার পথে পুলিশ ফোর্সের তিন জন পুলিশ। ঘটনাটি ঘটেছে আজ সকালে।
পুলিশ ভর্তি মিনিবাসকে ধাক্কা মারলে আহত হয়, কৃষ্ণ দাস নন্দীগ্রাম থানা, তালপাটি ঘাট কোস্টাল থানার শম্ভু শিং এবং ভূপতি নগর থানার এস আই প্রণব ঘোষ।
তাদের তমলুক জেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। লরিটিকে ধাওয়া করে চালক সমেত লরিটিকে ধরে ফেলে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
পুলিশ ভর্তি মিনিবাসকে ধাক্কা মারলে আহত হয়, কৃষ্ণ দাস নন্দীগ্রাম থানা, তালপাটি ঘাট কোস্টাল থানার শম্ভু শিং এবং ভূপতি নগর থানার এস আই প্রণব ঘোষ।
তাদের তমলুক জেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। লরিটিকে ধাওয়া করে চালক সমেত লরিটিকে ধরে ফেলে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।


