Headlines
Loading...
স্বামী খুনে অভিযুক্ত স্ত্রীর ১২দিনের জেল,প্রেমিকের ৫দিনের পুলিশ হেফাজত।

স্বামী খুনে অভিযুক্ত স্ত্রীর ১২দিনের জেল,প্রেমিকের ৫দিনের পুলিশ হেফাজত।

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান:পূর্ব বর্ধমানের রায়নার মাধবডিহি থানার নন্দনপুরে নয়নজুলি থেকে উদ্ধার হওয়া হগলির গোঘাটের বাসিন্দা বস্তাবন্দি খোকন মাঝি খুনে অভিযুক্ত ধৃত তার স্ত্রী তাপসী মাঝি ও তার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত থাকা বাপ্পাদিত্য পানকে আজ দশ দিনের পুলিশি হেপাজত চেয়ে বর্ধমান আদালতে তোলা হলো।
সরকারী আইনজীবি তদন্তের স্বার্থে ও ঘটনার পূননির্মাণ করার জন্য আদালতের কাছে ধৃতদের ১০দিনের পুলিশ হেফাজতের আবেদন জানান। আবেদনের ভিত্তিতে ভারপ্রাপ্ত বিচারক বাপ্পাদিত্যকে ৫ দিনের পুলিশি হেফাজত ও তাপসীকে ১২ দিনের  জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।
                            
                                  ছবি - সুরজ প্রসাদ 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});