ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান:পূর্ব বর্ধমানে পুজোর আগেই এবছর শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ চাষীদের চেক দেওয়ার কাজ শুরু হল সোমবার। কৃষিমন্ত্রী হিসাবে দায়িত্ব নেবার পর পূর্ব বর্ধমানের কেতুগ্রাম ১ ও ২ এবং কাটোয়া ১ ব্লকের ক্ষতিগ্রস্থ চাষীদের হাতে সোমবার আনুষ্ঠানিকভাবে চেক তুলে দিলেন আশীষ বন্দোপাধ্যায়। ধাপে ধাপে অন্য ব্লকগুলিতেও ক্ষতিগ্রস্ত চাষীদের ক্ষতিপূরণ দেওয়া হবে বলে তিনি জানান। এদিন বর্ধমানের সার্কিট হাউসে মন্ত্রী জানিয়েছেন, চলতি বছরের মার্চ মাস নাগাদ পূর্ব বর্ধমান জেলায় শিলাবৃষ্টিতে ১৮টি ব্লকের ১ লক্ষ ১১ হাজার ৫৩০ হেক্টর জমির ফসলের ক্ষতি হয়। এই ক্ষতিবাবদ মোট ১৫৩কোটি ৭০ লক্ষ ৮৫ হাজার টাকা প্রদান করা হচ্ছে। একইসঙ্গে তিনি জানান,ক্ষতিগ্রস্থব্লকগুলিতে একটি করে সহায়তা কেন্দ্র চালু করে চাষীদের অভাব অভিযোগ গ্রহণ করে পরে তার নিষ্পত্তি করা হবে। এদিন কৃষিমন্ত্রীর সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রীর কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার সহ কৃষি আধিকারিকরাও।
ছবি - সুরজ প্রসাদ

