Headlines
Loading...
ফের বর্ধমান স্টেশনে ডাউন দুন এক্সপ্রেস থেকে উদ্ধার হলো ৪৪টি কচ্ছপ।

ফের বর্ধমান স্টেশনে ডাউন দুন এক্সপ্রেস থেকে উদ্ধার হলো ৪৪টি কচ্ছপ।

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান:আবার বর্ধমান স্টেশনে ডাউন দুন এক্সপ্রেস থেকে উদ্ধার হলো কচ্ছপ। শনিবার সকাল ১১টা ২০নাগাদ দেরিতে আসা হাওড়া গামী দুন এক্সপ্রেসের সাধারণের কামরার সিটের নিচে তিনটি বস্তায় ৪৪টি কচ্ছপ উদ্ধার করে বর্ধমান জিআরপি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে,এদিন গোপন সূত্রে খবর পেয়ে বর্ধমান স্টেশনের ৪নম্বর প্লাটফর্মে ডাউন দুন এক্সপ্রেসে তল্লাশি চালায় পুলিশ।কচ্ছপ উদ্ধার হলেও কে বা করা এই কচ্ছপ নিয়ে আসছিলো তার হদিস পাওয়া যায়নি। 
তবে এর আগে যাদের কাছ থেকে পুলিশ কচ্ছপ উদ্ধার করেছিল তাদের গ্রেপ্তার করার পর জিজ্ঞাসাবাদের সময় দেওয়া সূত্র ধরে এবারও এই কচ্ছপ কারা ফেলে পালিয়েছে তার খোঁজ করা হবে বলে জিআরপি থানার এক অফিসার জানিয়েছেন। 
                                                            ছবি - সুরজ প্রসাদ 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});