Headlines
Loading...
কাঁথি পিকে কলেজে তিন শতাধিক ছাত্রছাত্রীর উপস্থিতিতে ডব্লুবিসিএস কর্মশালা।

কাঁথি পিকে কলেজে তিন শতাধিক ছাত্রছাত্রীর উপস্থিতিতে ডব্লুবিসিএস কর্মশালা।

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুরের কাঁথি পিকে কলেজের সভাকক্ষে শনিবার প্রায় তিনশর বেশি উৎসাহী ছেলেমেয়েদের নিয়ে ডব্লুবিসিএস কর্মশালার  আয়োজন করা হল। কলেজের অধ্যক্ষ অমিত কুমার দের সহযোগিতায় কাঁথি পুরসভার চেয়ারম্যান শ্রী সৌমেন্দু অধিকারী মহাশয়ের সভাপতিত্বে এদিন কর্মশালা আয়োজিত হয়। উপস্থিত ছিলেন কাঁথি ও এগরা মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট বিক্রম চ্যাটার্জী, কৌশিক চ্যাটার্জী, সুমন বিশ্বাস, কিংশুক চন্দ, কাঁথির এসডিপিও পার্থ ঘোষ, বিডিও দেশপ্রাণ মনোজ মল্লিক, এবছরের ডব্লুবিসিএস টপার দীপ চ্যাটার্জী, তৃতীয় স্থানাধিকারী বাজকুলের  জয় আমেদ, এডিএসআর পীযুষ খাঁ, ২০১৪ সালের ডব্লুবিসিএস টপার অর্পিতা রায় ও অন্যান্যরা। কর্মশালা শেষে পেনড্রাইভে ছাত্রছাত্রীদের স্টাডি মেটেরিয়াল, সিলেবাস ইত্যাদি সরবরাহ করা হয়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});