Headlines
Loading...
পূর্ব বর্ধমানের গুসকরায় কলেজছাত্রীর মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য।

পূর্ব বর্ধমানের গুসকরায় কলেজছাত্রীর মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য।

ফোকাস বেঙ্গল ডেস্ক,গুসকরা:পূর্ব বর্ধমানের গুসকরা স্টেশনের কাছে এক কলেজছাত্রীর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার রাতে গুসকরা স্টেশনের কাছে রেল লাইনের ধারে গুসকরা কলেজের বিএ দ্বিতীয় বর্ষের ছাত্রী সৌমা চন্দ্রের মৃতদেহ পাওয়া যায়। ছাত্রীর বাড়ি আউশগ্রাম থানার বননবগ্রামে বলে জিআরপি সূত্রে জানা গেছে। পরিবারের লোকেরা জানিয়েছেন,গতকাল দুপুরে দিদির সঙ্গে বাড়ি থেকে বের হয়েছিল সে। দিদিকে গুসকরা স্টেশনে ট্রেনে তুলে দিয়ে কেনাকাটা করে বাড়ি ফেরার কথা ছিল তার। সন্ধ্যা পেরিয়ে গেলেও বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করে বাড়ির লোকজন।গুসকরা থানা ও জিআরপিতেও খোঁজখবর নেয় তারা। পরে খবর পেয়ে জিআরপি রাতের দিকে স্টেশনের কাছে রেল লাইনের ধারে ছাত্রীর মৃতদেহ উদ্ধার করে।এরপর খবর পেয়ে বাড়ির লোকজন এসে দেহ সনাক্ত করে। পুলিশ সূত্রে জানা গেছে ছাত্রীটির মাথায় আঘাতের চিহ্ন ছিল। মৃত্যুর পেছনে ট্রেনের ধাক্কা নাকি অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।     
                                                                                                                    ছবি - সুরজ প্রসাদ 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});