Headlines
Loading...
বর্ধমান ব্লাইন্ড একাডেমির ২৭জন আদিবাসী ছাত্রছাত্রীদের পোশাক কিনে দিলেন সভাধিপতি।

বর্ধমান ব্লাইন্ড একাডেমির ২৭জন আদিবাসী ছাত্রছাত্রীদের পোশাক কিনে দিলেন সভাধিপতি।

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: তিনি যে গরিব দরদী এ কথা সবার জানা। তবে এ এক অভিনব উদ্যোগ। দূর্গাপূজো উপলক্ষে বৃহস্পতিবার বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু ব্যক্তিগত উদ্যোগে প্রায় ২৭জন ছেলেমেয়েকে একটি শপিং মলে নিয়ে গিয়ে কিনে দিলেন পুজোর পোশাক। শুধু পোশাকই নয়, তার সঙ্গে ছাত্রীদের জন্য টিপ, কাজল প্রভৃতি কিনে দিয়ে রূপসজ্জারও ব্যবস্থা করেন তিনি। এমনকি দুপুরে তাদের খাবারও ব্যবস্থা করেন।

সভাধিপতি জানান, বর্ধমান ব্রাইণ্ড একাডেমীতে আবাসিক হিসাবে রয়েছে প্রায় ২৭জন আদিবাসী ছাত্রছাত্রী। পুজোর সময় তাদের মুখে হাসি ফোটাতেই এই উদ্যোগ নিয়েছেন তিনি। এদিন দুপুরে সভাধিপতি বর্ধমান শহরের একটি শপিং মলে ছাত্রছাত্রীদের নিয়ে গিয়ে তাদের পছন্দমত পোশাক কিনে দেন। এই ঘটনায় রীতিমত খুশী ছাত্রছাত্রীরা।

                                           ছবি - সুরজ প্রসাদ 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});