Headlines
Loading...
পুজোর মুখে দুঃস্থ শিশুদের মুখে হাসি ফোটালো হুগলির ফেসবুক ফ্রেন্ড গ্রুপ।

পুজোর মুখে দুঃস্থ শিশুদের মুখে হাসি ফোটালো হুগলির ফেসবুক ফ্রেন্ড গ্রুপ।

পল্লব ঘোষ,পাণ্ডুয়া: ওরা কোনো খ্যাতনামা সমাজসেবী সংস্থার কর্মী বা সদস্য নয়। তবু সমাজের জন্য কিছু করার ভাবনা ওদের এক ছাদের তলায় বার বার মিলিত করে। নিজেদের উপার্জিত অর্থে চেষ্টা করে কিছু অসহায় মানুষের মুখে হাসি ফুটিয়ে তুলতে। এরা সবাই একে ওপরের ফেসবুক ফ্রেন্ড। আর কাজ করেন ন্যাশানাল টেলিভিশন সংস্থায়। 
সম্প্রতি ন্যাশানাল টেলিভিশন টিমের পক্ষ থেকে শারদোৎসবের আনন্দ ভাগ করে নিতে ১৬৫জন অসহায়, দুস্থ,মূক ও বধির,বিকলাঙ্গ শিশুদের হাতে পুজোর পোশাক  তুলে দিলেন সংস্থার কর্মীরা।

এই সংস্থার কর্ণধার মহম্মদ জুলফিকার বলেন , এই টিম সম্পূর্ণ ফেসবুক ফ্রেন্ড গ্রুপ।এখানে রাজ্যের বিভিন্ন প্রান্তের সদস্য আছে। এই বছর দূর্গা পুজোর আনন্দ ভাগ করে নিতে আমরা হুগলীর পান্ডুয়ার গ্রাহাম বেল সেন্টার ফর দা ডেফ সংস্থার ছাত্র ও ছাত্রীদের হাতে নতুন পোশাক তুলে দিয়েছি। সংস্থার অন্য দুই সদস্য পার্থ ব্যানার্জী ও মৌটুষী বীর বলেন,  ট্যাঁকের কড়ি খরচ করেই আমাদের এই আয়োজন । ওদের এই হাসি মুখ ও আনন্দ  দেখাই  আমাদের একমাত্র উদ্দেশ্য । নতুন পোশাক পেয়ে বেজায় খুশি স্কুল পড়ুয়ারা।
উদ্যোক্তা সংস্থার  সদস্যরা জানান,আজকের দিনে সোশ্যাল সাইট এ বন্ধুর শেষ নেই। সবাই যদি সমাজের জন্য কিছু করার ভাবনা নিজেদের গ্রুপে আদান প্রদান করেন , তাহলে অদূর ভবিষ্যতে সমাজের চিত্রটাই বদলে যেতে পারে। 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});