Headlines
Loading...
কালনায় স্ত্রীর বিরহে কাতর হয়ে আত্মহত্যার পথ বেছে নিল স্বামী।

কালনায় স্ত্রীর বিরহে কাতর হয়ে আত্মহত্যার পথ বেছে নিল স্বামী।

পল্লব ঘোষ,কালনা: স্ত্রীর বিরহে কাতর হয়ে আত্মহত্যার পথ বেছে নিল স্বামী। মাস খানেক আগে কালনা থানার হাটগাছা গ্রামের সবিতা ক্ষেত্রপাল স্বামীর সাথে ঝগড়া করে বাপের বাড়ি চলে যান। বাড়িতে ফিরে আসার নাম গন্ধটি আর করছিলেন না। স্বামী তাপস ক্ষেত্রপাল ভাবতেন রাগ কমলেই হয়তো বাড়ি ফিরে আসবে সহধর্মীনি । কিন্ত দিনের পর দিন কেটে গেলেও বাড়ি ফিরলেন না স্ত্রী। রাগ ভাঙ্গিয়ে ঘরের লক্ষ্মীকে ঘরে ফিরেয়ে আনতে নিজের রাগকে বিসর্জন দিয়ে বুধবার সোজা ছুট লাগালেন তাপস শ্বশুর বাড়ি। বহু বোঝাবার পরেও বাড়ি ফিরে আসতে রাজি হলেন না সবিতা দেবী। বাড়ি ফিরে এসে মানসিক অবসাদে বেঁচে থাকার রসদ হারিয়ে ফেলেন তাপস। সেই রাতেই স্ত্রীর বিরহ যন্ত্রণা থেকে নিস্তার পেতে কীটনাশক খেয়ে ফেলেন অভিমানী তাপস । আশঙ্কা জনক অবস্থায় পরিবারের লোকেরা কালনা মহকুমা হাসপাতালে নিয়ে আসেন তাকে। ততক্ষণে সব শেষ। বৃহস্পতিবার কালনা হাসপাতালে মৃতদেহের ময়না তদন্ত হয় । 
শেষ বারের মতো মৃত স্বামীকে দেখতে শেষপর্যন্ত আসতেই হলো হতভাগ্য স্ত্রীকে। সবিতা দেবী চোখের জল মুছতে মুছতে বলেন কি ভাবে যে কি হয়ে গেলো বুঝতেই পারলাম না।                        
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});