Headlines
Loading...
পূর্বস্থলীতে সিআইডির হাতে গ্রেফতার বেআইনি অস্ত্রের কারবারি।

পূর্বস্থলীতে সিআইডির হাতে গ্রেফতার বেআইনি অস্ত্রের কারবারি।

পল্লব ঘোষ,কালনা: মাছ বিক্রির আড়ালেই চালাতো বেআইনী অস্ত্র বিক্রির কারবার। বেশ কিছুদিন ধরে নজরদারি চালানোর পর গতকাল গভীর রাতে অভিযান চালিয়ে পূর্বস্থলী থানার পাটুলি পঞ্চায়েতের পিলা গ্রাম থেকে ভোলা ভকত নামে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করলো সিআইডি।
ধৃতের কাছ থেকে ৭ টি ওয়ান সাটার পিস্তল,একটি ৯এমএম পিস্তল ও ৩৫টি কার্তুজ এবং একটি রিভালবার উদ্ধার করেছে সিআইডি।
 ধৃতকে বৃহস্পতিবার কালনা মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ১৪ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দিয়েছে। স্বাভাবিকভাবেই পুজোর মুখে আইনশৃঙ্খলা ঠিক রাখতে বেআইনি অস্ত্র বিক্রির কারবারীকে গ্রেফতারের ঘটনা সিআইডির বড়োসড়ো সাফল্য বলেই মনে করা হচ্ছে।

সিআইডির এক আধিকারিক জানিয়েছেন, পূর্বস্থলী থানার এই বেআইনি অস্ত্র বিক্রির কারবারির সম্পর্কে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বেশ কিছুদিন ধরেই নজরদারি চালানো হচ্ছিলো। বুধবার গভীর রাতে প্রায় ১০জনের একটি টিম পিলা গ্রামে ভোলা ভকতের বাড়িতে অভিযান চালায়। বাড়ি থেকেই গ্রেফতার করা হয় তাকে।
ধৃতকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য পাওয়া গিয়েছে বলে সিআইডি সূত্রে জানা গিয়েছে।

ভোলা ভকতের মা লক্ষী ভকত এবং স্ত্রী শিবানী ভকত জানিয়েছেন, ভোলার বাবা মাছ বিক্রি করে সংসার চালাতো। কিন্তু প্যারালাইসিস হয়ে যাওয়ার পর ভোলাই সেই মাছের কারবার শুরু করে। পাশাপাশি কম্বলের আসন নিয়েও ঘুরে ঘুরে বিক্রি করতো। বেশ কিছুদিন যাবৎ ভোলা অসামাজিক লোকজনের সঙ্গে মেলামেশা করতে শুরু করায় সবাই আপত্তি জানিয়ে ছিলাম।  কিন্তু ভোলা শোনেনি।তবে আমরা ভাবতে পারিনি সে বেআইনি অস্ত্রের কারবার শুরু করেছে।
                                    


                                   ছবি - শুভদীপ চ্যাটার্জী ও সুরজ প্রসাদ 
  
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});