Headlines
Loading...
কালনা হাসপাতাল ও পৌর স্বাস্থ কেন্দ্র ঘুরে দেখলেন মন্ত্রী স্বপন দেবনাথ।

কালনা হাসপাতাল ও পৌর স্বাস্থ কেন্দ্র ঘুরে দেখলেন মন্ত্রী স্বপন দেবনাথ।

পল্লব ঘোষ,কালনা:বৃহস্পতিবার কালনা মহকুমা হাসপাতাল ও পৌরসভা পরিচালিত স্বাস্থ্য ক্লিনিক পরিদর্শন করলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। এ দিন মন্ত্রী প্রথমে হাসপাতাল সুপারের ঘরে যান। সেখান থেকে হাসপাতালের বহির বিভাগে যান । চিকিৎসা করতে আসা রোগীদের সাথে কথা বলেন। হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা নিয়েও কথা বললেন রোগী ও চিকিৎসকদের সাথে। এরপর হাসপাতাল সুপার ডাক্তার কৃষ্ণ চন্দ্র বরাইকে সাথে নিয়ে চলে যান কালনা পৌরসভা পরিচালিত হেল্থ ক্লিনিকে। সেখানকার খোঁজখবর নিয়ে মন্ত্রী মশাই বেজায় খুশি হন। সকলের সামনে পৌরসভার এই ক্লিনিক চালানোর জন্য কালনার পৌরপতি দেবপ্রসাদ বাগের প্রশংসা করেন। কালনার রবীন্দ্র সদনে প্রায় দেড় বছর ধরে এই পরিষেবা কালনার মানুষের স্বার্থে পৌরসভা দিয়ে আসছে বলে পৌরপতি জানালেন।
                                                                                                       ছবি - শুভদীপ চ্যাটার্জী 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});