Headlines
Loading...
জামালপুরে অবৈধ বালি খাদানের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ,আহত ১২। চরম উত্তেজনা।

জামালপুরে অবৈধ বালি খাদানের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ,আহত ১২। চরম উত্তেজনা।

ফোকাস বেঙ্গল ডেস্ক,জামালপুর: বালি খাদানের রাস্তায় খারাপ হয়ে যাওয়া লরি সরানোকে কেন্দ্র করে বালি খাদানের দুই গোষ্টির মধ্যে সংঘর্ষ। চরম উত্তেজনা। আহত দুপক্ষের ১২। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের দক্ষিণ সারাংপুর এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,বিদ্যুতের খুঁটি ভেঙে দেওয়ার জন্য বালি বোঝাই লরিটি আটক করলে বালি খাদানের সাথে যুক্ত একপক্ষ আরেকপক্ষকে  লাঠি রড দিয়ে মারধোর করে।অন্যপক্ষের দাবী খারাপ হয়ে যাওয়া লরি সরাতে বলাতে তাদের কে লাঠি,রড নিয়ে আক্রমন করা হয়। দুপক্ষের সংঘর্ষে উভয় পক্ষের  ১২ জন জখম হয়। তাদের ভর্তি করা হয় জামালপুর স্বাস্থ্যকেন্দ্রে। পরে অবস্থা খারাপ হওয়ায় চারজনকে নিয়ে আাসা হয় বর্ধমান হাসপাতালে।গ্রামবাসীদের অভিযোগ সরকারী নির্দেশ অমান্য করে অবাধে দামোদরের দক্ষিণ সারাংপুর এলাকায় অবৈধ বালি ব্যবসা করা হচ্ছে।সংঘর্ষের পর জামালপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেপ্তার হয় নি বলে জানা গেছে।
                                                                                                                       ছবি - সুরজ প্রসাদ 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});