
ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: রবিবার সন্ধ্যায় বর্ধমান শহরে রীতিমত ঝড় তুলে দিয়ে গেলেন বলিউডের দুই চিত্রতারকা সুনীল শেট্টি এবং রবিনা ট্যাণ্ডন। বর্ধমানের কাঞ্চননগরের কঙ্কালেশ্বরী কালীমন্দির প্রাঙ্গণে শুরু হল ১২ তম কাঞ্চন উৎসব।
উদ্বোধন অনুষ্ঠানে হাজির ছিলেন এই দুই চিত্রতারকা সহ রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ, মুখ্যমন্ত্রীর কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার, বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া, সহকারী সভাধিপতি দেবু টুডু সহ বহু বিশিষ্ট মানুষজন।
এদিন বর্ধমান কাঞ্চন উৎসব উদ্বোধন অনুষ্ঠানে এই দুই চিত্রতারকাকে দেখতে গোটা মেলায় ভিড় উপচে পড়ে। ৮ থেকে ৮০ বাদ যায়নি কেউই। রীতিমত ব্যাপক জনতার চাপ সামলাতে হিমসিম খেতে হয় উৎসব উদ্যোক্তাদের। জনতার আবদার মেটাতে এদিন এই দুই শিল্পী গান গাইলেন, বিখ্যাত কয়েকটি সিনেমার ডায়লগও শোনালেন। এই মেলা চলবে ১০ ফেব্রুয়ারী পর্যন্ত।
