Headlines
Loading...
এনআরসি ও সিএএ-এর প্রতিবাদে গলসিতে জয় হিন্দ বাহিনীর বিশাল বাইক মিছিল

এনআরসি ও সিএএ-এর প্রতিবাদে গলসিতে জয় হিন্দ বাহিনীর বিশাল বাইক মিছিল


ফোকাস বেঙ্গল ডেস্ক,গলসি: গলসি ২ ব্লক জয়হিন্দ বাহিনীর উদ্যোগে রবিবার এনআরসি, সিএএ বিরোধী বাইক মিছিলে সামিল হল কয়েক'শ মোটর সাইকেল। এদিন গলসি তৃণমূল পার্টি অফিস থেকে বাইক রেলি শুরু হয়। মুর্শিদপুর,গোহগ্রাম, ভুঁড়ি, সাঁকো প্রভৃতি অঞ্চল ঘুরে কুলগরিয়া চটি তে শেষ হয় মিছিল। 

মিছিলের নেতৃত্বে ছিলেন জয়হিন্দ বাহিনীর জেলা আহ্বায়ক রবিন নন্দী, বিধায়ক অলোক মাঝি, তৃণমূল নেতা নব হাজরা, সুজিত কুমার সাম,  ভুঁড়ি পঞ্চায়েতের উপ প্রধান সুবোধ ঘোষ, সাঁকো অঞ্চল প্রধান মোহাম্মদ আলী মোল্লা, গলসি ২ জয়হিন্দ বাহিনীর চেয়ারম্যান রহমত মোল্লা, সভাপতি গুল মোহাম্মদ মোল্লা সহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিন এই বাইক রেলি থেকে সাধারণ মানুষের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া রাজ্যের জন সাধারণের প্রতি বার্তাকেই তুলে ধরা হয়। আশ্বস্ত করা হয় এই রাজ্যে কোনোভাবেই এই কালা আইন কার্য্যকর করা হবে না। 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});