Headlines
Loading...
বর্ধমান ও নদিয়ার মধ্যে যোগাযোগের উন্নতির জন্য কালনায় ভাগীরথীর উপরে তৈরী হবে ব্রীজ।

বর্ধমান ও নদিয়ার মধ্যে যোগাযোগের উন্নতির জন্য কালনায় ভাগীরথীর উপরে তৈরী হবে ব্রীজ।

পল্লব ঘোষ,কালনা:কালনায় ভাগীরথীর উপরে ব্রীজ তৈরির সিদ্ধান্ত নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বর্ধমান জেলার কালনা ও নদীয়া জেলার শান্তিপুরের মধ্যে এই সংযোগকারী ব্রীজটি তৈরি করবে পূর্ত দপ্তর। যদিও এব্যাপারে স্ট্যান্ডিং কমিটির বৈঠকে চূড়ান্ত কোন সিদ্ধান্ত হয়নি বলেই ওয়াকি বহাল সূত্রে জানা গেছে। সূত্রের খবর, এক কিলোমিটার দৈঘের এই ব্রীজটি তৈরি হলে শুধুমাত্র যে স্থানীয় দুই এলাকার মানুষই যে খুব উপকৃত হবেন তাই নয়,বর্ধমান ও নদিয়ার জেলার মধ্যে যোগাযোগের নতুন মাত্রা এনে দেবে। এলাকার মানুষ বলেন, এই ব্রীজটি তৈরি হলে এক ঘন্টার রাস্তা মাত্র দশ মিনিটেই পৌঁছে যাওয়া যাবে ।
রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ বলেন এই দুই এলাকার মানুষের দীর্ঘ দিনের দাবী পূর্ণ হতে চলেছে। আর এই দাবী পূরণ করার জন্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অবদান সবচেয়ে বেশি।
এদিকে যার একান্ত প্রচেষ্টায় এই প্রকল্প মুখ্যমন্ত্রীর হাত ধরে বাস্তবায়িত হতে চলেছে সেই স্থানীয় বিধায়ক বিশ্বজিত কুণ্ডুকে বৃহস্পতিবার কালনাবাসী মিষ্টিমুখ করিয়ে ধন্যবাদ জানালেন।

                                                                                                                     ছবি - শুভদীপ চ্যাটার্জী 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});