পল্লব ঘোষ,কালনা: কোন দাদা দিদির হাত ধরে বা কোন নেতাকে ধরে আর ভোটের টিকিট মিলবেনা। প্রায় সাড়ে চার বছর সময় পেয়েছেন, যে যার এলাকার কাজের নিরীখে টিকিট পাবেন। বৃহস্পতিবার কালনার সিঙ্গেরকোন ঐকতান সভাগৃহে কালনা মহকুমা তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি সম্মেলনে আগত প্রতিনিধিদের সামনে এই কথাগুলো তুলে ধরেন রাজ্যের মন্ত্রী তথা বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপন দেবনাথ । তিনি আরও বলেন এখন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সরকারি সাহায্য দেওয়া হয় সকল রাজ্যবাসীকে।এরপর জনসংযোগ বাড়াতে এলাকায় ঘুরলেই মানুষ আমাদের সাথে থাকবে। আর দল থাকলে আমরা আছি। দল না থাকলে আমরা কেউ নেই। তাই সময় কম, ঘরে বসে না থেকে গ্রামে যাওয়ার নির্দেশ দেন সকলকে।
এদিনের সভায় স্বপন বাবু ছাড়াও হাজির ছিলেন সাংসদ সুনীল মন্ডল, বিধায়ক বিশ্বজিত কুন্ডু ,সভাধিপতি দেবু টুডু , প্রাক্তন বিধায়ক উজ্জ্বল প্রামাণিক,ব্লক সভাপতি প্রণব রায় ,পূর্ব বর্ধমান জেলা মহিলা তৃণমূল কংগেসের সভানেত্রী তৃষ্ণা সরকার সহ প্রায় আড়াইশো জন প্রতিনিধি।

