Headlines
Loading...
কাল মহালয়া,শহর বর্ধমানে বিক্রি হচ্ছে নিষিদ্ধ শব্দ বাজি।

কাল মহালয়া,শহর বর্ধমানে বিক্রি হচ্ছে নিষিদ্ধ শব্দ বাজি।

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান:রাত পোহালেই মহালয়া। তাই শহর বর্ধমানের বাজারে পসরা সাজিয়ে বসেছে বাজি বিক্রেতারা। রং মশাল, ফুলঝুরি,রকেটের পাশাপাশি দেদার বিক্রি হচ্ছে শব্দ বাজিও। বিভিন্ন ধরণের চকলেট বোম থেকে শুরু করে সেখানে রয়েছে অন্যান শব্দবাজিও। খদ্দেরদের চাহিদা মত বিক্রেতা সেই সব নিষিদ্ধ বাজি বিক্রি করছে অনায়াসে। প্রতিবছরের মত এবারও তাই মহালয়ার ভোরে শহরবাসীর ঘুম ভাঙবে সেই শব্দবাজির আওয়াজেই বলে ক্ষোভ প্রকাশ করেছেন শহরবাসীর একাংশ। 
                                                                                                                           ছবি - সুরজ প্রসাদ 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});