পল্লব ঘোষ, কালনা: কালনা কলেজে বুধবার থেকে চালু হল বাংলা ও ইরাজী বিষয়ে পোষ্ট গ্যাজুয়েট (এমএ) কোর্স। সম্প্রতি কালনা কলেজের বাৎসরিক ক্রিড়া প্রতিযোগিতার উদ্বোধনে এসে মন্ত্রী স্বপন দেবনাথ জানিয়েছিলেন কালনা কলেজে পোষ্ট গ্যাজুয়েট কোর্স চালু করবেন। কথা মতো এদিন এই কোর্স দুটি আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ । উপস্থিত ছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিমাই চন্দ্র সাহা, কালনা কলেজের অধক্ষ্য তাপস সামন্ত প্রমুখ। উল্লেখ্য,ছাত্রছাত্রীদের দীর্ঘদিনের দাবি মেনে আপাতত ৪০আসনের এই কোর্স দুটি চালু করা হলো।পর্যায়ক্রমে সমস্ত বিষয়ের পোস্ট গ্র্যাজুয়েট কোর্স চালু করা হবে বলে এদিন মন্ত্রী জানান। তিনি জানান,এই কোর্স চালু হওয়ার ফলে এখন থেকে আর বর্ধমান বা অন্য কোথাও গরিব ছাত্রছাত্রীদের কষ্ট করে এমএ পড়তে যেতে হবে না। ইতিমধ্যেই প্রথম কাউন্সিলিংয়ে ২৭জন ছাত্রছাত্রী দুটি কোর্সে ভরতি হয়েছেন।খুব শীঘ্রই বাকি আসন গুলো পূরণ হয়ে যাবে বলে মন্ত্রী জানিয়েছেন।

