ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: দীনদয়াল উপাধ্যায় প্রকল্পে পূর্ব বর্ধমান জেলার পারাজ এবং ভাতারের চণ্ডীপুরে দুটি নতুন বিদ্যুতের সাব ষ্টেশন তৈরীর প্রস্তাব গেল রাজ্য সরকারের কাছে। বুধবার বর্ধমান জেলা পরিষদের বিদ্যুত দপ্তরের স্থায়ী সমিতির বৈঠকে এব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সভাধিপতি দেবু টুডু। তিনি জানিয়েছেন,এদিন তা রাজ্য সরকারের কাছে অনুমোদনের জন্য পাঠানো হচ্ছে।
এছাড়াও পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন জনবহুল এলাকাভুক্ত বাজার, স্কুল, কলেজ প্রভৃতি এলাকায় মোট ১৫০টি অত্যাধুনিক সোলার লাইট লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পূর্ব বর্ধমান জেলার একটি সমবায় সমিতির অনাদায়ী প্রায় ৪৩ লক্ষ টাকা এবং একটি আবাসিক স্কুলের প্রায় ১১ লক্ষ টাকা বিদ্যুতের বিল বাকি থাকায় জেলা পরিষদের পক্ষ থেকে তাদের নোটিশ দেওয়া হচ্ছে। অবিলম্বে টাকা না মেটালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বৈঠকেসিদ্ধান্ত নেওয়া হয়।এছাড়াও এদিন বৈঠকে হস্তশিল্পের সঙ্গে যুক্ত নতুন আরও ১৯০ জনকে বার্ধক্যভাতা হিসাবে প্রতি মাসে এক হাজার টাকা করে দেবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়াও পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন জনবহুল এলাকাভুক্ত বাজার, স্কুল, কলেজ প্রভৃতি এলাকায় মোট ১৫০টি অত্যাধুনিক সোলার লাইট লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পূর্ব বর্ধমান জেলার একটি সমবায় সমিতির অনাদায়ী প্রায় ৪৩ লক্ষ টাকা এবং একটি আবাসিক স্কুলের প্রায় ১১ লক্ষ টাকা বিদ্যুতের বিল বাকি থাকায় জেলা পরিষদের পক্ষ থেকে তাদের নোটিশ দেওয়া হচ্ছে। অবিলম্বে টাকা না মেটালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বৈঠকেসিদ্ধান্ত নেওয়া হয়।এছাড়াও এদিন বৈঠকে হস্তশিল্পের সঙ্গে যুক্ত নতুন আরও ১৯০ জনকে বার্ধক্যভাতা হিসাবে প্রতি মাসে এক হাজার টাকা করে দেবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

