ফোকাস বেঙ্গল ডেস্ক,বাঁকুড়া: গ্রামীণ মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্য নিয়ে বাঁকুড়ার ইন্দপুর ব্লকে চালু হলো সেলাই প্রশিক্ষণ কেন্দ্র। ব্রজরাজপুর - তেঁতুলিয়া মহিলা এবং শিশু কল্যাণ সমিতির উদ্যোগে ও নেহেরু যুব কেন্দ্র,বাঁকুড়ার সহযোগিতায় শুক্রুবার ১০০টি সেলাই মেসিন সহ এই মহিলা প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন ইন্দপুর ব্লকের শিক্ষা কর্মাধ্যক্ষ অসীম পাঠক।
অসীম বাবু জানিয়েছেন,মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর অনুপ্রেরণায় আজ রাজ্যের মহিলারা স্বনির্ভর হয়ে উঠছেন। বিভিন্ন প্রকল্পে তাঁরা কাজ করে আর্থিক ভাবে সাবলম্বী হয়ে উঠছেন।
এই ব্লকের মহিলাদেরও স্বনির্ভর করার লক্ষ্য নিয়েই এই প্রশিক্ষণ কেন্দ্র চালু করা হলো। এই সেলাই প্রশিক্ষণ কেন্দ্রকে ইন্দপুর ব্লকের প্রতিটি স্কুলের ছাত্রছাত্রীদের ড্রেস তৈরির বরাত দেওয়া হবে। এর ফলে প্রশিক্ষিত মহিলারা যেমন আর্থিক ভাবে সচ্ছল হবেন,অন্যদিকে বাজার থেকে অধিক মূল্যে আর স্কুল ড্রেস কিনতে হবে না। 

