ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান:রাজ্যের মধ্যে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের পর তৃতীয় জেলা হিসাবে পূর্ব বর্ধমানে শুক্রুবার থেকে চালু হলো ই-অফিস পরিষেবা।কেন্দ্রীয় সরকারের উদ্যোগ ও নির্দেশে গোটা দেশ জুড়ে প্রশাসনিক কাজকর্মকে কারিগরী প্রযুক্তির জালে আবদ্ধ করতে উদ্যোগ শুরু হয়েছিল অনেক আগেই। ইতিমধ্যেই বাংলার প্রায় সমস্ত জেলাতেই চালু হয়ে গেছে ই-ডিষ্ট্রিক্ট। এবার রাজ্যের মধ্যে তৃতীয় জেলা হিসাবে পূর্ব বর্ধমান জেলায় শুরু হতে চলেছে ই-অফিস পরিষেবা। এব্যাপারে এদিনই জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব প্রশাসনিক সমস্ত দপ্তরের আধিকারিক, অতিরিক্ত জেলাশাসক, মহকুমা শাসকদের নিয়ে বৈঠক করেছেন। জেলাশাসক জানিয়েছেন, ই-ডিষ্ট্রিক্ট চালু হওয়ায় সাধারণ মানুষ ইণ্টারনেটের মাধ্যমে বিভিন্ন সরকারী আদেশনামা, ফর্ম, আবেদন প্রভৃতি করতে পারছেন। ই-অফিস চালু হলে সরকারী হাতে লেখা ফাইল কার্যত উধাও হয়ে যাবে। এরফলে কর্মীদের সময় অপচয় বা ফাইল বন্দি হয়ে থাকার ঘটনা কমে যাবে - সরকারী কাজে গতি আসবে। যদিও জেলাশাসক এদিন জানিয়েছেন, এদিন থেকেই ই-অফিস পরিষেবার কাজ শুরু হলেও সামগ্রিকভাবে সমস্ত দপ্তরকে এক সূত্রে বাঁধতে প্রায় একবছর সময়সীমা রাখা হয়েছে।
ছবি - সুরজ প্রসাদ

