Headlines
Loading...
কালনার হাতিপোতা গ্রামে অমর কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে শ্রদ্ধানুষ্ঠান।

কালনার হাতিপোতা গ্রামে অমর কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে শ্রদ্ধানুষ্ঠান।

পল্লব ঘোষ,কালনা: ভূবন চৌধুরীর জমিদার বাড়ি আজ আর নেই । ভাগীরথীর করাল গ্রাসে কবেই সে সব বিলীন হয়েছে । তবে যে সব সাহিত্য প্রিয় মানুষ আজও কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস উপন্যাস পড়েন আর মনে মনে ভাবেন পারুর শ্বশুর বাড়ি যদি একটু দেখা যেত, তাহলে নিরাশ হতে হবে। তবু আজও সমান ভাবে পার্বতী আর দেবদাসের অমর প্রেম কাহিনীর স্মৃতি বুকে বহন করে চলেছে হাতিপোঁতা গ্রাম।
শুক্রবার ছিল কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম জয়ন্তী। মহাসমারহে কালনা হাতিপোতা গ্রামে পালিত হল তাঁর জন্মদিন। রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ এদিন শরৎচন্দ্রের আবক্ষ মূর্তিতে মালা দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। দিনভর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল এই উপলক্ষে।
উলেখ্য, কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস উপন্যাসে কালনা-১ ব্লকের নান্দাই পঞ্চায়েতের হাতিপোতা গ্রামের চৌধুরী বাড়ি অর্থাৎ পারুর (পার্বতী) শশুর বাড়ির উল্লেখ রয়েছে। এই হাতিপোতা গ্রামেই দেবদাস উপন্যাসের নায়কের মৃত্যু হয়েছিল। স্থানীয় বাসিন্দাদের দাবি এই গ্রামের যে অশ্বথ গাছের তলায় দেবদাসের মৃত্যু হয়েছিল সেটি তাঁরা দেখেছেন। জমিদার ভুবন চৌধুরীর ভাঙা বাড়িও তাঁদের কয়েকজন দেখেছেন। কিন্তু সময়ের সাথে সাথে ভাগীরথী নিজের করাল গ্রাসে গিলেছে সব কিছু। থেকে গেছে শুধু স্মৃতি কথা। কথা শিল্পীর সৃষ্টিকে স্মরণ করার জন্য বছর কয়েক আগে গ্রামে স্থাপন করা হয়েছে শরৎচন্দ্রের আবক্ষ মূর্তি। প্রতিবছর নিয়ম করে তাঁর জন্মদিনে সেই মূর্তিতে পরানো হয় মালা। এখনও এই গ্রাম সাহিত্যপ্রেমী মানুষদের আকৃষ্ট করে। বছরের নানা সময়ে স্কুল কলেজের ছেলেমেয়ে সহ বহু মানুষ আসেন দেবদাস স্মৃতি বিজরিত হাতিপোতা গ্রামে।
স্বপন দেবনাথ বলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস দেবদাসকে নিয়ে ভারতে বিভিন্ন ভাষায় একাধিক সিনেমা তৈরি হয়েছে। রাজ্য সরকার ইতিমধ্যেই ভাবনা চিন্তা শুরু করছে অমর কথা শিল্পীর এই গ্রামকে পর্যটন মানচিত্রে কিভাবে তুলে আনা যায় তাই নিয়ে 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});