Headlines
Loading...
বর্ধমানে ব্যবসাদারদের অনীহায় মুখ্যমন্ত্রীর নির্দেশ সত্ত্বেও চালু করা যাচ্ছে না কিষাণ মাণ্ডি।

বর্ধমানে ব্যবসাদারদের অনীহায় মুখ্যমন্ত্রীর নির্দেশ সত্ত্বেও চালু করা যাচ্ছে না কিষাণ মাণ্ডি।

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান:গত ২৯ জুন বর্ধমানে প্রশাসনিক বৈঠক করতে এসে মুখ্যমন্ত্রী পূর্ব বর্ধমান জেলার চালু না হওয়া কিষান ম্যান্ডিগুলো দ্রুত চালুর করার নির্দেশ দিয়ে যান। কিন্তু বারবার ব্যবসায়ীদের অনীহার জন্য বেশ কয়েকটি কিষাণ মাণ্ডি চালু করা যায়নি। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর নির্দেশকে কার্যকর করতে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের পাইকারী ব্যবসাদারদের নিয়ে বৈঠক করল জেলা প্রশাসন। হাজির ছিলেন বর্ধমানের মহকুমা শাসক (উত্তর) পুষ্পেন্দু সরকার, বর্ধমান ১নং বিডিও দেবদুলাল বিশ্বাস, পুরসভার কাউন্সিলার খোকন দাস সহ প্রশাসনিক আধিকারিকরাও।
উল্লেখ্য, ইতিমধ্যে বেশ কয়েকটি কিষাণ মাণ্ডি চালু হলেও এখনও ১৯টি কিষাণ মাণ্ডি চালু করা যায়নি। বৃহস্পতিবার বর্ধমান ১নং ব্লকের কিষাণ মাণ্ডিতে আয়োজিত বৈঠকে হাজির ছিলেন সব্জী ব্যবসায়ী,মাছ, ডিমের পাইকারী ব্যবসাদাররা। এদিনও বর্ধমান শহরের পাইকারী এই সমস্ত ব্যবসাদারদের কিষাণ মাণ্ডিতে নিয়ে যাওয়া নিয়ে প্রশাসন উদ্যোগ নিলেও কার্যত ব্যবসাদাররা বেশ কিছু সমস্যা তুলে ধরে বেঁকে বসেন। ফলে কিষান মান্ডি চালু করার বিষয়ে কোনো ফয়সালা না হওয়ায় পুজোর পর ফের বৈঠকে বসার সিদ্ধান্ত নেওয়া হয়
                                                                                                                   ছবি - সুরজ প্রসাদ 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});