Headlines
Loading...
বর্ধমানে চাইল্ড প্রোটেকশন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে রিভিউ কমিটির বৈঠক।

বর্ধমানে চাইল্ড প্রোটেকশন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে রিভিউ কমিটির বৈঠক।

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান:সোমবার বর্ধমানে চাইল্ড প্রোটেকশন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে রিভিউ কমিটির বৈঠক অনুষ্ঠিত হলো। হোমে আবাসিকদের সুযোগ সুবিধা সহ বিভিন্ন বিষয় নিয়ে যদি বৈঠকে পর্যালোচনা করা হয়। জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব জানান,পূর্ব বর্ধমান জেলায় মেয়েদের জন্য যে আবাসিক হোমগুলি বর্তমানে আছে সেগুলির পাশাপাশি ছেলেদের জন্যও হোম তৈরীর কাজ দ্রুতগতিতে চলছে। একইসঙ্গে মেয়েদের জন্য চলতে থাকা হোমের কাজও প্রায় শেষের পর্যায়ে এসে গেছে বলেও জানালেন জেলাশাসক। তিনি জানান, বর্তমানে জুভেনাইল জাস্টিস বোর্ডের অধীনে ৪৪০টি মামলা রয়েছে। সেগুলি দ্রুত নিষ্পত্তি নিয়ে এদিন পর্যালোচনা করা হয়। 
উল্লেখ্য বর্তমানে বর্ধমান শহরের মহিলা হোমে রয়েছে ২৮জন মেয়ে। এছাড়াও দুর্গাপুর ও আসানসোলেও রয়েছে প্রায় ৪০ জন। জেলাশাসক জানান, হোমের আবাসিকদের জন্য পূর্ব বর্ধমান জেলায় ইতিমধ্যেই বিশেষ ধরণের এ্যাপস চালু করা হয়েছে। হোমে থাকা প্রতিটি বাচ্চা তথা মেয়ে ও ছেলেদের পূর্ণ বিবরণ ওই অ্যাপসের মাধ্যমে আপলোড করা হচ্ছে। এদিন এই সংক্রান্ত বিষয় নিয়েও পর্যালোচনা করা হয়। পাশাপাশি যে সমস্ত মামলাগুলিতে মেডিক্যাল রিপোর্ট সংক্রান্ত সমস্যা দেখা দিয়েছে সেগুলিকে কি ভাবে দ্রুত মিটিয়ে ব্যবস্থা নেওয়ার যায় সেই ব্যাপারেও এদিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
                                                                                                              
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});