ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: শনিবার সকালে বর্ধমান পৌরসভার বাবুরবাগ এলাকার একটি পুকুর থেকে এক ব্যাক্তির দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। স্থানীয় এলাকাবাসীদের কাছে জানা গেছে, এদিন সকালে পুকুরে উবুর হয়ে পড়ে থাকা অবস্থায় একটি দেহ ভাসতে দেখেন এলাকাবাসী। মৃতের পরনে মেরুন রঙের গেঞ্জি ছিল বলে তাঁরা জানিয়েছেন। প্রথমে মৃত ব্যক্তির পরিচয় জানা না গেলেও পরে পুলিশ সূত্রে জানা যায় মৃত ব্যক্তির নাম সৌমেন মিশ্র(৩৩)। বাড়ি শহরের গোদা এলাকায় হলেও বাদশাহী রোড এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন।
স্থানীয় বাবুরবাগ বয়েজ এসোসিয়েশনের সম্পাদক সান্তনু ব্যানার্জি জানিয়েছেন, এদিন সকালে এলাকায় দুর্গন্ধ পেয়ে এলাকাবাসীর সন্দেহ হয়। এরপর স্থানীয় লম্বা পুকুরে একটি দেহ ভাসতে দেখেন অনেকে। পুলিশ কে খবর দেওয়া হলে বর্ধমান থানা থেকে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। এদিকে সূত্র মারফৎ জানা গেছে, মৃত সৌমেন মিশ্রের স্ত্রী আসানসোল পুলিশ বিভাগে কর্মরত। গত তিনদিন আগে সৌমেনের নিখোঁজ ডায়রি হয়েছিল বর্ধমান থানায়। আর এরপর এদিন সকালে পুকুর থেকে দেহ উদ্ধারের ঘটনায় রহস্য তৈরি হয়েছে। পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। পাশাপাশি মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানের কাজ শুরু করেছে।