Headlines
Loading...
বর্ধমানের নবাবহাটে জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে চারচাকার ধাক্কা কন্টেনারে, মৃত ১

বর্ধমানের নবাবহাটে জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে চারচাকার ধাক্কা কন্টেনারে, মৃত ১


ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: দাড়িয়ে থাকা কন্টেনারের পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা চারচাকা গাড়ির। ঘটনাস্থলেই মৃত্যু হলো এক ব্যক্তির। দুর্ঘটনায় গুরুতর আহত আরেক ব্যক্তিকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে বর্ধমানের নবাবহাট এলাকায় ২নং জাতীয় সড়কের উপর।


প্রত্যক্ষদর্শিরা জানিয়েছেন, দুর্গাপুরের দিক থেকে কোলকাতার দিকে দ্রুত গতিতে যাবার সময় একটি চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কন্টেনারের ডালায় এসে সজোরে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে চার চাকা গাড়িটির সামনের অংশ দুমড়ে মুচড়ে ঢুকে যায় কন্টেনারের তলায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক আরোহির। চারচাকা গাড়ির চালককে গুরুতর জখম অবস্থায় বর্ধমান মেডিকেলে ভর্তি করা হয়েছে।


কন্টেনারটিকে টিকে আটক করেছে বর্ধমান থানার পুলিশ। এই ঘটনায় বেশ কিছুক্ষনের জন্য কোলকাতা গামী রুটে যানচলাচল ব্যহত হয়। ঘটনাস্থলে পৌঁছায় বর্ধমান থানার পুলিশ। যান চলাচল স্বাভাবিক করার পাশাপাশি আহত চালককে বর্ধমান হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন তাঁরা। মৃত ব্যক্তির দেহ উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজে পাঠানো হয় ময়না তদন্তের জন্য।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});