Headlines
Loading...
পূর্ব বর্ধমান জেলার একমাত্র করোনা আক্রান্ত এলাকাকে এবার জীবাণুমুক্ত করার কাজ শুরু করল প্রশাসন

পূর্ব বর্ধমান জেলার একমাত্র করোনা আক্রান্ত এলাকাকে এবার জীবাণুমুক্ত করার কাজ শুরু করল প্রশাসন


ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: পুর্ব বর্ধমান জেলায় নতুন করে আর কোনো করোনা আক্রান্তের খবর না মেলায় ক্রমশই দুশ্চিন্তা মুক্ত হচ্ছেন প্রশাসনিক আধিকারিক থেকে সাধারণ মানুষ। একইসঙ্গে ক্রমশই পুরনো ছন্দে জীবনযাত্রা ফিরে পাবার জন্যও ব্যাকুলতা বাড়তে শুরু করল সাধারণ মানুষের। সাধারণ মানুষের মনে এখন একটাই জিজ্ঞাসা, কবে লকডাউন উঠবে? যদিও এরই মধ্যে শুত্রুবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক নির্দেশ জারি করেছে আগামী আরও দুসপ্তাহ দেশ জুড়ে লকডাউন জারি থাকবে।  

এদিকে, পূর্ব বর্ধমান জেলার খন্ডঘোষের বাদুলিয়া গ্রামের আক্রান্ত একই পরিবারের দুই সদস্য সুস্থ হয়ে বাড়ি ফেরায় খুশির হাওয়া গোটা খন্ডঘোষ জুড়েই। শুধু তাইই নয়, ওই ব্যক্তিদের সংস্পর্শে আসা মোট ৭৩ জনেরও নমুনা পরীক্ষা রিপোর্ট নেগেটিভ আসায় বৃহস্পতিবার রাতেই প্রশাসনের তত্ত্বাবধানে তাদেরও গ্রামে ফিরিয়ে দেওয়া হল। যদিও এখনও তাঁদের ১৪ দিন হোম কোয়ারেণ্টাইনেই থাকতে হবে বলে নির্দেশ দিয়েছে প্রশাসন। 

শুক্রবার, খন্ডঘোষে বিভিন্ন এলাকা স্যানিটাইজেশনের কাজ করল দমকল বিভাগ। গত কাল রাতেই বাদুলিয়ার করোনা আক্রান্ত দুজন সহ আরও ৭৩ জন কে প্রশাসন তাঁদের বাড়ি ফিরিয়েছে। আর এদিন দুপুর থেকে গোটা গ্রাম সহ বিভিন্ন এলাকাকে স্যানিটাইজ করার কাজ শুরু করল প্রশাসন। এদিন দমকলের একটি ইঞ্জিন খণ্ডঘোষ ব্লকের বিভিন্ন গ্রামে জীবাণুমুক্তির কাজ করলো রাসায়নিক স্প্রের মাধ্যমে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});