Headlines
Loading...
পিকনিকে করতে এসে মদের বোতল দিয়ে মাথা ফাটিয়ে দেওয়ায় চাঞ্চল্য

পিকনিকে করতে এসে মদের বোতল দিয়ে মাথা ফাটিয়ে দেওয়ায় চাঞ্চল্য


ফোকাস বেঙ্গল ডেস্ক,কালনা: পিকনিক করতে এসে মদের বোতল দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কালনার কুশোডাঙ্গা ঝাপানতলা এলাকায়। বুধবার সকালে পয়লা জানুয়ারি উপলক্ষে পিকনিক করতে এসেছিল তাতিপাড়া এলাকার বেশ কিছু যুবক। 

বেলা গড়াতেই স্বপন পাল নামে এক যুবক ওই এলাকায় পিকনিক করতে আসা অপর আরেকটি দলের সাথে বচসায় জড়িয়ে পড়ে। আর সেই সময় স্বপন পালের মাথায় মদের বোতল দিয়ে কেউ আঘাত করলে গুরুতর জখম হয় ওই যুবক। গুরুতর আহত অবস্থায় স্বপন পাল কে কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। অভিযুক্ত যুবকরা পলাতক। যদিও এদিন সন্ধ্যা পর্যন্ত কালনা থানায় কোনো অভিযোগ জমা করেনি আহত যুবক। ঘটনার তদন্তে নেমেছে কালনা থানার পুলিশ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});