Headlines
Loading...
জাতীয় থ্রো বল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়নস দিল্লী

জাতীয় থ্রো বল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়নস দিল্লী


এম কৃষ্ণা,বর্ধমান: ৪২ তম জাতীয় সিনিয়র থ্রোবলে জিতে জোড়া পদক ঘরে তুললো দিল্লি ৷ পুরুষ ও মহিলা উভয় বিভাগেই সেরা হল দিল্লি ৷ বর্ধমানের রথতলা মাঠে ফাইনালে পুরুষ বিভাগে দিল্লী  (১৫-০৮) (১৫-১২) ফলে হারালো বাংলার পুরুষ দলকে ৷ মহিলা বিভাগে দিল্লী (১৫-০৭) (১৫-০৭ ) হারাল উড়িষ্যা কে ৷ 

বাংলার মহিলা দল এই প্রতিযোগিতার কোয়াটার ফাইনালে হরিয়ানার কাছে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নেয় ৷ প্রতিযোগিতায় পুরুষ বিভাগে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন উড়িষ্যার সূর্যকান্তি স্বামী এবং মহিলাদের মধ্যে সেরা হলেন উড়িষ্যার শুভাদর্শনী জানা। 


প্রতিযোগিতায় চ্যাম্পিয়নদের পুরস্কার তুলে দেন মন্ত্রী স্বপন দেবনাথ, ক্রীড়া সংগঠক খোকন দাস ৷ হাজির ছিলেন প্রাক্তন বিধায়ক উজ্বল প্রামানিক, গৌরিশঙ্কর ভট্টাচার্য সহ রাজ্য সংস্থার ও কেন্দ্রীয় সংস্থার প্রতিনিধিগন ৷  চিপ রেফারির দায়িত্বে ছিলেন সুজিত ব্যানার্জী, টেকনিক্যাল দ্বায়িত্ব সামলান শঙ্খলেখা রায় ৷ এই প্রতিযোগিতাকে ঘিরে রথতলা মাঠে সাধারন দর্শক ছিলো চোখে পড়ার মতো ৷
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});